কোন প্রতিবিন্ধকতাই আরএমপির যে এসআইকে হার মানাতে পারেনি:উত্তরবঙ্গ প্রতিদিন
রমজান আলী,উত্তরবঙ্গ প্রতিদিন :: ২০১৩ সালে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় শিবিরের মিছিল থেকে ছোড়া বোমা ধরে দুই কব্জি হারানো সেই এসআই মকবুল আরএমপি’র শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।
সেইদিন জীবন- মৃত্যুর সন্ধিক্ষন থেকে ফিরে এসেছেন তিনি।আরঅপেক্ষায় ছিলেন প্রতিবিন্ধকতাকে হার মানানোর। অবশেষে তিনি প্রমান করেছেন কোন প্রতিবন্ধকতাই তাকে হার মানাতে পারেনি।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহী আরএমপি ২০২০ সালে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্স’র উপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির।
আরএমপি পুলিশ কমিশনার সভার শুরুতেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার, শ্রেষ্ঠ উদ্ধারকারী, শ্রেষ্ঠ সিটিএসবি অফিসার, শ্রেষ্ঠ কোর্ট অফিসার এবং বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ করেন।
এসময় অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম, উপ-কমিশনার (সদর) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩১ মার্চ রাজশাহী রানিবাজার এলাকায় শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হাত বোমা ধরে দুই হাতের কব্জি উড়ে যাওয়া সেই পুলিশ অফিসার এসআই মকবুল হোসেন পিপিএম রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২০২০ সালের জানুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন।
এসআই মকবুল হোসেন পিপিএম বর্তমান কাশিয়াডাঙ্গা থানার সেকেন্ড অফিসার হিসাবে কর্মরত আছেন।
এ বিষয়ে আরএমপির মুখপাত্র এডিসি রুহুল কুদ্দুস বলেন — এসআই মকবুল অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।আর অদম্য আর ইচ্ছা শক্তি থাকলে একজন মানুষের পক্ষে যে সবই সম্ভব তা তিনিই প্রমান করেছেন।
এদিকে এসআই মকবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন — দেশকে ভালবাসি তাই তো জনতার সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেছি। ২০১৩ সালে আমার দুটো হাত হারিয়েছি ঠিকই কিন্তু আমার সিনিয়র স্যারদের সার্বিক সহযোগীতা আমাকে নতুন আলোর পথ দেখিয়েছেন আর সেই সাথে সুযোগ দিয়েছেন নিজের যোগ্যতা প্রমান করার। বিধায়,মাননীয় পুলিশ কমিশনার স্যার,এডিসি স্যার,এসি স্যার ও আমার ওসি স্যারের কাছে আমি চির কৃতজ্ঞ,সে সাথে কৃতজ্ঞ সহকর্মীদের কাছে।